click on images to know more about the Images

বাবা

Author: সুদাম দাস

তোমায় কখনও মুখ ফুটে বলা হয়নি বাবা 

তোমায় বড্ড ভালোবাসি,ভেবেছি বলব তবে

এভাবেই কেটেগেছে কতদিন।

 

মাঝে মাঝে বলি তুমি আমাকে ভালোই 

ভালোবাসো না, শুধু তোমার কাজ আর কাজ

নিয়ে ব্যস্ত থাকো ,মনে কত রাগ হতো।

 

এখন জানি , আমার জন্য‌ই তুমি ঋণগ্রস্ত হয়ছো

ছোট্ট বেলায় ভয়ানক রোগে আক্রান্ত হয়েছিলাম 

সেই ঋণ এখন বইছো নিঃশব্দে হাসিমুখে।

 

কখনো ক্লান্ত হওনি যেন সর্বদা সন্তানের মুখে হাসি

ফোটানোই তোমার প্রতিজ্ঞা, তোমার সেই হাড় ভাঙ্গা খাটনি আর পরিশ্রমের জন্যেই আমরা সুখী

 

তোমার এখন বয়স হয়েছে তবু  

সন্তানের কথা ভেবে চলছো দিবারাত্রি,বাবা মানে তো সুখ কিংবা দুঃখ সর্বদা সন্তানের পাশে।

 

আজ জানিনা কেন ইচ্ছে, হচ্ছে তোমায় জড়িয়ে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলি, আমি তোমায় ভালোবাসি বাবা ভালোবাসি বাবা,অনেক ভালোবাসি বাবা।