click on images to know more about the Images

সত্য মারা গেছে

Author: রবিরাম হালদার

আজকে মানুষ যান্ত্রিক ফানুস 

         কেমন বিবেক হারা,

    মনুষ্যত্ব মানবত্ব

      মেরে ফেলছে তারা।

 

 মানুষ আজকে আপন জনকে 

          অনায়াসে মারে,

  জন্মদাতা পিতা-মাতার

         বিষ খাওয়াতে পারে।

 

  পরিবর্তন নেই নিয়ন্ত্রণ

        বদল জীবন ধারা,

   সৎ সততা বিনম্রতা

         সত্য গেছে মারা।

 

 আজকে মানুষ হারিয়ে হুঁশ   

            হয়েছে স্বার্থপর,

  দেশের কথা দশের কথা

        ভুলেছে আপন পর।

 

   খাঁটি মানুষ খুঁজে বেহুঁশ

           অন্বেষণে মরি,

   মানুষ পেলে দুঃখ ভুলে

        বুকে জড়িয়ে ধরি।