click on images to know more about the Images
চারিদিকে আজ শুধু ক্ষুদ্র ক্ষুদ্র আলোর সমারোহ,
শব্দেরা নিয়েছে যেন ছুটি চিরতরে,
একদম নিশ্চুপ,শান্ত-সমাহিত চার-পাশটা,
এমন পরিবেশের আবহে এ মনও হয়ে ওঠে ভাবুক, খেয়ালী,
খেয়ালের ডানায় ভর করে অদ্য নিশীথে তারাদের দেশে পাড়ি জমায় এ মন,
নক্ষত্রখচিত আকাশের পানে চেয়ে ভরে ওঠে মনের এ ডালি পূর্ণতার সমারোহে,
সারাটা যামিনী জুড়ে আজ এ মন ওই রাতের আকাশে বিভোর যেন,
কিছুক্ষণ পূর্বে একবার তারাখসাও ঘটলো,
কি অদ্ভুত সে দৃশ্য,বর্ণনাতীত,অনিন্দ্যসুন্দর!
আকাশের তারাদের অবলোকন করতে করতে ভোর হয়ে এলো ঐ,
সন্ধ্যায় যাকে পশ্চিমাকাশে দেখেছিলাম সন্ধ্যাতারা হিসেবে হঠাৎ করে আবিষ্কার করি তাকে পুবাকাশে শুকতারা হিসেবে,
নিশীথের অভিসারান্তে ভোরের আগমনী সংগীতরব বেজে উঠলো আকাশে বাতাসে,
শোনা যাচ্ছে পাখির কলকাকলিতে মুখরিত হচ্ছে চারপাশটা,
প্রভাত হয়ে আসলো যা কর্মযজ্ঞের সূচনার দ্যোতকস্বরূপ,
বিদায় আজকের যামিনী তোমায়,মনে রাখবো।