click on images to know more about the Images

ছল চাতুরী

Author: নলিনী রঞ্জন মন্ডল

আমরা হলাম সবজান্তা বোকা কালিদাস 

শিয়াল শকুন তাইতো ঠকায় সারা বারো মাস। 

 

শনিকে দেয় ঠাকুর তকমা, দেয় আমাদের মোহ 

তাই ওদের কথা সত্যি ভাবি, ভাবি না- ও গ্রহ। 

 

ঠাকুর কি আর শনিটা কে- বুঝতে হবে আগে 

সব বোঝা যায় সবার আগে বুদ্ধি যদি জাগে। 

 

শনি একটা গ্রহ মাত্র, আর সপ্তাহের এক বার 

তাকে নিয়ে আদিখ্যেতার কী এমন দরকার ? 

 

ধান্দাবাজের কৌশল এসব, ঠান্ডা মাথায় বোঝো 

গ্রহ বারএর মধ্যে কেন ঠাকুর দেবতা খোঁজো ? 

 

আমরা তো বেশ হিসাব করি কোনটাতে লাভ বেশি 

ঠকলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই কেশাকেশি । 

 

তবে কেনো অলীক ধর্মে ভেজা মেনি বিড়াল 

পাপ কাটাতে ধান্দাবাজরা করবে তোমায় আড়াল ? 

 

কুসংস্কার পরিত্যাগে মনটা করো শক্ত 

পিছলে পড়া ভাইবোনেরা বাস্তবের হও ভক্ত।