click on images to know more about the Images

জাগ্রত বিবেক

Author: হেমন্ত কোনাই

চাঁদ ডুবে গেছে 

ফিরেছে রাতচরা পাখি 

তবুও চোখে ---নির্ঘুম 

রাত জাগা আঁখি। 

স্বপ্ন রক্ত জল

ভেসেছে আবেগি মন

শূন্যের শূন্যতায় ভরা

হার্ট বিটে বিলুপ্ত প্রাণ। 

মনে পড়ে অতীত 

বর্তমান আর ভবিষ্যৎ 

একাকার প্রায় ---

নির্বোধ মাথায় অভিসম্পাত। 

ঝুলে আছে গাছে

অচেনা কার দেহ

লাশ কাটা ঘরে 

পায়নি শ্রদ্ধা স্নেহ। 

কেন হল এমন

সে-তো ভালোই বাসত

পৃথিবী, প্রেম,মানুষ 

এ-তো কাছেই রাখত।

রাত শেষে ভোর 

দিগন্ত মেলে আলো 

জাগ্রত বিবেক স্বপ্ন 

ফুটন্ত ফুলে জ্বালো...

-----------০-------