click on images to know more about the Images

প্রণতি জানাই তোমায়

Author: পার্থ ঘোষ

আমি তখন বেসামাল,

জীবনের উত্তাল তরঙ্গে নিমজ্জিত আনকোরা এক নাবিক,

যেকোনো সময়ে সলিলসমাধি হতে পারে আমার,

মুছে যেতে পারে আমার অখ্যাত জীবনের ক্ষুদ্র পরিচয়টুকুও,

ঠিক এইরকম ঝড়ঝঞ্ঝাবিক্ষুব্ধ এক দুর্বিষহ ঝড়ের নিশীথে তুমি এসে ধরলে আমার ডুবন্ত জাহাজের হালখানি,

ক্রমে ক্রমে প্রায় অথৈ সলিলে নিমজ্জিত সেই জাহাজটিকে পরিচর্যার হাত বাড়িয়ে সমুদ্রতটে ভেড়ালে তুমি,

বন্ধুবর,আমার সুহৃদ তোমাকে বিস্মৃত হতে আমি কি পারি?

এসো বন্ধু,বসো নিকটে,রাখো আমার পশ্চাতে তোমার সুদক্ষ,নিপুণ,কর্মী হস্তখানি,

যা এককালে আমাকে বাঁচতে সাহায্য করেছিল ঝড়ের রজনীতে,

আর এখন প্রতিনিয়ত বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে লালনপালন করছে আমার একদা হৃত স্বপ্নগুলোকে,

আজ এ গোধূলিলগ্নে তোমাকে স্মরণ করি হে মহাবীর,

তুমিইতো সুসজ্জিত করেছো আজ স্বহস্তে আমার সুরক্ষার এ নীড়,

বন্ধু,তোমাকে জানাই শতকোটি প্রণাম,

হয়তো আমি যোগ্য নই,

তবুও নিও আমার ফুলেল শুভেচ্ছা ও প্রণতি হে বন্ধু, হে প্রভু।