click on images to know more about the Images
খাল-বিল-নদী-নালা ভরে উঠে,
বর্ষাকালের ছোঁয়ায়, নতুন জলে।
নির্মল হয়ে ওঠে গাছপালা-
বৃষ্টির সৌহার্দ্যে।
কূলে-কূলে বেয়ে তরুণী-
যায় দূর প্রান্তে ভেসে।
চাষি বন্ধুর আনন্দে,
কর্মে-উচ্ছাসে কাটে দিন।
বর্ষাকালে সোনার ফসল,
ফলে এই বিশ্বধরায়।
বৃষ্টির পরশে নির্মল জল-হাওয়া,
এই নিয়ে বিশ্বজগৎ হয় পরিপাটি।।