click on images to know more about the Images

দুর্নীতি

Author: প্রফুল্ল কুমার মণ্ডল

দূর্নীতি আর ধাপ্পাবাজে মানুষ কুপোকাত,

ধনীর ঘরে টাকার পাহাড় গরিব পায় না ভাত,

ভেজাল দেখি সব কিছুতে ভেজাল জনগণ,

নিজের স্বার্থে দলাদলি বাঁধায় শুধু রণ।

 

শিক্ষা আজকে উঠলো লাটে প্রশ্ন পত্র ফাঁস,

হাবাগোবা পার পেয়ে যায় মেধার সর্বনাশ।

সর্বহারা যাচ্ছে মারা পরাণ কাঁদে হায়,

পকেট ভর্তি টাকার মালিক বিরিয়ানি খায়।

 

ধর্মের নামে রাজনীতিতে মানুষ বলি হয়,

গদি ধরে রাখার লড়াই অন্য কিছু নয়।

মোটা অর্থে চাকরি বিক্রি বলতে লাগে ভয়,

উন্নয়নের টাকা নিয়ে করছে নয়ছয়।

 

কোম্পানিতে টাকা রেখে গরিব নিঃস্ব আজ,

চিটিংবাজরা চিটিং করে করছে শুধু রাজ।

দেশের মানুষ দীশেহারা ওষ্ঠাগত প্রাণ,

জীবন যুদ্ধে লড়ছে তবু থাকে নাতো মান।

 

হাসপাতালে পায় না সেবা মরছে ধুঁকে তাই,

লাগাম ছাড়া ওষুধের দাম দেখার কেহ নাই।

চাকরির ঝাঁপি বন্ধ বলে বিদেশমুখী লোক,

ভিনদেশেতে কর্ম করে বক্ষে দারুণ শোক।

 

মাঠে কৃষক ফসল ফলায় পায় না ন্যায্য দাম,

রোদ বৃষ্টিতে কর্ম করে ফেলে দেহের ঘাম।

ধনি লোকে ঋণের টাকা পাচ্ছে সদা মাপ,

চাষের কাজে ভুর্তুতি নেই তাই তো মরণ ঝাঁপ।

 

জানি নাকো এমনি করে চলবে কত দিন,

গণতন্ত্র ভুলণ্ঠিত বাড়ছে মাথায় ঋণ।

মানবতায় দিতে পারে কলুষমুক্ত মন,

এই জগতে মানুষ সত্য মানুষ পরম ধন।

                       ==0==