click on images to know more about the Images

ফেবু বিপ্লবী

Author: গৌতম রাজোয়ার

ফেসবুক বিপ্লবী, ফেসবুকে বিপ্লব

রসদ পেলেই করি, হল্লা ও কলরব।

বাহুতে না বল থাক, আছে স্ট্যাটাসে-তে।

বিছান ভিজায় মুতে, শাসক ভয়েতে।

তার হ্যাঁ-তে হ্যাঁ মিলায় তার মতই মত।

এটাই তো বাঁচবার নিরাপদ পথ।

তবুও তো বিপ্লবী, কি বলেন সব?

ফেসবুক বিপ্লবী, করি বিপ্লব।।

 

রাষ্ট্র বা রাজ্যের, শাসক শাসকই

জনগণ ভোট মাত্র উভয়ের চোখেই।

শাসকের ইশারায় বাঁচা আর মরা।।

বিপক্ষে মত গেলে জোটে হাতকড়া।

তাই হাওয়া বুঝে চলি, আমরা তো মব।

ফেসবুক বিপ্লবী, করি বিপ্লব।

 

রাস্তায় নামা মানে, প্রকাশ্য আসা।

অতটাও বোকা নই, নই অত চাষা।

কার চোখে পড়ে যাবো, হয়ে প্রতিবাদী।

শাসকের রোষে পড়া, ঐ ফাঁদে পা-দিই।

তার চেয়ে এই ভালো, নেই পরাভব।

ফেসবুক বিপ্লবী, করি বিপ্লব।

 

শাসকের সু-নজরে যদি থাকা যায়

বলাও তো যায় না, কিছু যদি পায়।

তাই বলে চুপচাপ, শির দাঁড়াহীন,

চক্ষু লজ্জা সে তো হয়নি বিলীন।

তাই ফেস-বুক-জুড়ে, মুখে মারি রব।

ফেসবুক বিপ্লবী, করি বিপ্লব।

 

মান্য গণ্য যারা, যারা মহাজন

তাদের পথেই পথ, করো বিচরণ।

সে পথেই পদ জোটে, জোটে পুরস্কার

বিপথ বিপদ আনে, কখন যে কার।

তার চেয়ে এই ভালো, মেপে জুপে সব

ফেসবুক বিপ্লবী করি বিপ্লব।

 

স্ট্যাটাসের বন্যা, সময়ের স্রোতে

ভেসে যায়, মেতে উঠি প্রেম প্রেম শো-তে।

রিলের ঢিংকা চিকা, করি গৌরব 

ফেসবুকে বিপ্লবী, করি বিপ্লব।।