click on images to know more about the Images
এখনো বলবে হে জননী
লক্ষ্মীভান্ডার চাই
তাকিয়ে দেখ শুকুনের দল
করছে খাই খাই..
লক্ষ্মী নয় মা দূর্গা সাজো
মুন্ড -মালিনী রূপ
একটি কোপেই অসুর বিনাশ
কেঁপে উঠুক ঐ বুক।
যে বুকে সাহস কামনার রস
ধর্ষিতা হও তুমি
বল মা তুই জগৎ জননী
দেখি কেমনে আমি ?
এলোকেশী তুই একাদশী তুই
শত মরদের শক্তি
দেখিয়ে দে মা রক্ত খেলা
সব ভয় হতে মুক্তি।
লক্ষ্মীভান্ডার তোর হাতের বেড়ি
খুলে দে মা খুলে দে
রক্ত পলাশ বিভিষীকা হয়ে
সব পাপীরে মুন্ডু কেটে নে ।
দেখ মা তুই নয়ন মেলে
তোর রূপশ্রী'র মুখ
ধর্ষিতা তোর কন্যাশ্রী
হায়নায় থাবা বুক !
বল মা তুই থাকবি কি চুপ
লক্ষ্মী ভান্ডার মুখে
নাকি রে মা তুই নাচবি প্রলয়
অত্যাচারির বুকে।