click on images to know more about the Images
সময় দ্রুত পাল্টে যায়,
বসুধাস্থিত লোকজনেরাও,
কোন এক নিশীথে আগমন হেথায়,
শৈশব,কৈশোর,যৌবন পেরিয়ে এখন একজন প্রৌঢ়,
কিন্তু সবকিছু পাল্টালেও মানুষের মন থেকে যায় চিরসবুজ,চিরনবীন,
মনের বয়স হয় না খুব একটা,
অভিজ্ঞতার মিশেলে সমৃদ্ধ মনটা রসদ খুঁজে লেখাপড়ায়,বইয়ের পাতায়,
ভুল-ত্রুটি হয়,
সবটা জানিনা,
আগেও বলেছি,
শেখার আগ্রহ রয়েছে প্রবল,
আর তার প্রাবল্যেই লেখালেখি,
খানিকটা ভালো লাগা,
এভাবেই বাকি পথটা চলতে ইচ্ছে করি,
সকলের চক্ষে ভালো হতে চাই না,
বরং বলা ভালো সেটা না হওয়াই উচিত,
অন্যদের ভালবাসা দিয়েই খানিকটা তাদের নিকট আদায় করি,
বিশ্বাসঘাতক নই কোনমতেই,
কেউ খারাপ বললে মাঝে মাঝে মন খারাপ হয়- অস্বীকার করছি না,
তবে বুঝে গেছি মানিয়ে নেওয়াই জীবন,
এটাই সুখ,আনন্দ সবকিছু।