click on images to know more about the Images
আমি মানুষ ------
এটি ভাবতে আমার লজ্জা হয় !
কারণ আমি আমার মনুষ্যত্বকে বিকিয়ে দিয়েছি ,
আমি মানব সভ্যতার কলঙ্ক !
আমি কুটিল, আমি দাম্ভিক
আমি একটি যন্ত্র !
শুধু আরাম আয়েশের জন্য আমার আয় !
বেঁচে আছি কিন্তু
ভুলে গেছি অতীতকে !
কখনও কারুর দিকে আমার
সাহায্যের হাত বাড়িয়ে দিইনি ।
আমি মানুষ, না
আমি পাড়ার দাদা
কেননা আমার ভয়ে প্রতিবেশীরা তটস্থ ।
আমি নেতা নেত্রীর হাতের পুতুল ।
আমি ভারতবাসী
এটাও আমি ভাবতে পারিনা ।
কারণ -------
আমি ব্রাক্ষণ, আমি ক্ষত্রিয়
আমি বৈশ্য , আমি শূদ্র ।
আমি মানুষ হতে চেয়েছিলাম
পরিচিতি পেতে চেয়েছিলাম
মানুষ বলে --- পারিনি
কারণ -------
সামাজিক নির্যাতন ,নিষ্পেশন
আমাকে কুরে কুরে খায় ।
স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আমি পরাধীন ।
যেখানে মানুষ তার রোগ নিরাময়ের জন্য
এক শ্রেনীর মানুষের পাধোঁয়া জল খায় ।
যেখানে মানুষ মানুষের বিষ্টে বয় ।
যেখানে মানুষকে মানুষ জাত তুলে গালি দেয় ।
যেখানে মানুষ তার পরিচয় দেয় ---
আমি কুলিন ব্রাক্ষণ,আমি রাজপুত ,আমি বেনিয়া
যেখানে মানুষ মরে গেলেও তার জাত বেঁচে থাকে ।
যেখানে ময়রার কোন জাত নেই
যেখানে শূদ্রের পয়সার কোন জাত নেই ।
যেখানে শূদ্রের চাল কলার কোন জাত নেই ।
কারণ আমার পরিচয়
আমি প্রথমে ভারতবাসী
পরেও ভারতবাসী ।
আমি ব্রাক্ষণ নই, ক্ষত্রিয় নই
আমি বৈশ্য নই, শূদ্র নই
আমি বাঙালি নই বিহারী নই
গুজরাটি নই মারাঠি নই
আমি মানুষ আমি মানুষ
আমি মানুষ !