click on images to know more about the Images

নারী

Author: পিংকি বাগচী

 নারী শব্দটা খুবই ছোটো কিন্তু এর অর্থ গভীর । 

 নারী শব্দটি শুধু দুটি স্বর ও ব্যঞ্জনের মিলনে তৈরি একটি শব্দ নয়।এটি একটি গভীর বিস্ময় ! 

 দেশ স্বাধীনের ৭৮ বছর হলেও নারী এখনো স্বাধীনতা পায়নি। 

 নারী প্রকৃতি ,প্রকৃতিই নারী। নারী প্রকৃতিকে ফুল ফল রূপ রস দিয়ে সৃষ্টি করেছে। 

 কিন্তু কেনো সেই নারীকে এখনো নির্যাতিত ধর্ষিতা হতে হয়? 

 দেশ স্বাধীন হলেও এখনো নারী স্বাধীনতা পায়নি। 

 যে নারী তোমাকে তার রক্ত দিয়ে তিল তিল করে গর্ভে বড়ো করেছে।

যে নারী তার যোনি রক্তাক্ত ,ছিন্নভিন্ন করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই নারীকে কেনো নির্যাতিতা, ধর্ষিতা হতে হয়? 

 পৃথিবীর প্রতিটা কোন থেকে শোনা যায় নারীর আর্তনাদ। 

 কেনো এখনো সমাজে নারীকে ধর্ষিতার দৃষ্টিকোণ থেকে দেখা হয়? 

নারী এখনো তার নিজের বাড়ি ,স্কুল ,কলেজে ,হাসপাতাল পাড়ার অলিগলি ,রাস্তায় এমনকি মাতৃ গর্ভেও সুরক্ষিত নয়। 

 দেশ স্বাধীন হলেও নারীর প্রতি সমাজের সেই ধর্ষিত দৃষ্টিকোণ এখনো বদলায়নি। 

 কতই না বিচার হলো! নারী কি স্বাধীনতা পেলো? 

নারীর সম্মান ধুলোয় মিশে গেলো ,কবে হবে নারী স্বাধীনচেতা?