click on images to know more about the Images

উন্নতি

Author: সুকমল সরকার

শিক্ষা ছাড়া উন্নতি আর পাবে কই?
শিক্ষা ছাড়া, মূর্খ যারা, 
তাদের জন্যে কিছু কই।
(1)
শিক্ষা ছাড়া উন্নতি হয়না,
মুখের ভাষা সুদ্ধ হয়না,
উচ্চারণ ঠিক হয়না,
ইংলিশ পড়তে পারে কৈ? 
শিক্ষা যাহার নেই জানা,
চোখ থাকতে সে হয় যে কানা,
বিদেশে সে যেতে পারেনা, 
তার মনের আশা মিটে কৈ?
শিক্ষা ছাড়া উন্নতি আর পাবে কই?
(2)
শিক্ষাতে চেতনা আনে,
মর্যাদা পায় সবখানে,
তাই সকল পড়ুয়াগণে,
পড় শুধু বই আর বই। 
পড়াশুনায় দিলে ফাকি, 
জীবনের সবই রবে বাকি, 
ভবিষ্যতের কথা বলে রাখি,
হয়তো তার পাকা ধানে পরবে মই!
শিক্ষা ছাড়া উন্নতি আর পাবে কই?
(3)
গুরুচাঁদের শিক্ষাদর্শ ,
দিকে দিকে ছড়িয়ে দাও,
সবাই হবে জ্ঞানী আর ধনী,
সুখেতে জীবন কাটাও,
যার যত শিক্ষা বেশি, 
সে ততই থাকে খুশি,
তার উন্নতি হয় রাশি রাশি,
তাই শিক্ষা নিয়েই পড়ে রই। 
শিক্ষা ছাড়া উন্নতি আর পাবে কই?
(4)
বাবাসাহেব আম্বেদকরে, 
এই কথাই প্রচার করে, 
শিক্ষা নাও ঘরে ঘরে, 
তারপরে সংগঠিত হই।
ব্রাহ্মণবাদীরা যুক্তি ক'রে, 
ভরে দিয়েছে কুসংস্কারে, 
বলছে সুকমল সরকারে,
এসো সংগ্রামেতে ব্রতী হই। 
শিক্ষা ছাড়া উন্নতি আর পাবে কই?