click on images to know more about the Images
ভারতবর্ষ আমার জন্মভূমি,
মহান এ আমার দেশ।
ঘুচল এদেশে পরাধীনতার,
২০০ বছরের ক্লেশ।।
কত রক্ত আর কত অশ্রু-
মিশেছে মাটির বুকে,
যদিও আজকে স্বাধীন ভারত,
তবু কেন মোরা দুখে?
চাষী মজুর-দিন- দরিদ্র
সবাই মোদের ভাই.
একস্বরে আজ বলবো সবাই,
স্বাধীন ভারত চাই'
মোদের স্বাধীন ভারত চাই।।
ভারতবর্ষ যারা করলো স্বাধীন,
আমরা তো আজ নই পরাধীন,
স্মরণ করি আজকে তাদের-
শোধ করতে রক্তের ঋণ।।
পেরিয়ে গিয়েছে স্বাধীনতার ওই--
অর্ধ শতক বর্ষ,
আজও কি সবাই পেয়েছি মনেতে-
সুখ শান্তির স্পর্শ?।।
রাখবো নাকো মতভেদ আর,
মিথ্যা সম্প্রদায়;
ছিন্ন করব ভেদের গন্ডি,
কঠিন প্রতিজ্ঞায়।।
স্বাধীন ভারত চাই মোদের স্বাধীন ভারত চাই।