click on images to know more about the Images
প্রতি মুহূর্তে হতাশা আমাকে স্বর্ণলতার মতো আঁকড়ে ধরে!
সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ কোমল কচি পাতা গুলো আলতো করে চুমু খায় আমায়।
স্বপ্ন-জাগরণের এই লড়াইয়ের ময়দানে আমি এক অদ্ভুত দিবা স্বপ্নে হারিয়ে গিয়েছি।
ক্ষুধার্ত, নিদ্রাহীন দুটি চোখ খুঁজে চলেছে আমার হতাশার কারণ।
নিকষ কালো রাতে একলা ঘরে বদ্ধ আমি ,শূন্য মনে ভাবি বসে।
ভেজা মাটির গন্ধ ,ঠান্ডা শীতল হাওয়া আমাকে নিয়ে যায় গভীর প্রেমের দেশে।
মানুষ কল্পনায় বেশি সুখ খুঁজে পায়, অর্থাৎ কল্পনা হলো প্রতিটা মানুষের সুখের সমুদ্র।
বাস্তবতা আমাকে প্রতিমুহূর্তে আহত, ক্ষত-বিক্ষত করেছে।
বাস্তবে যাকে আমি স্পর্শ করতে পারিনি !
তাকে আমি কল্পনায় একান্ত আলিঙ্গনে স্পর্শ করেছি।
বাস্তব হলো ধ্বংসস্তূপ যেখানে সব কিছু শুরু হতে না হতেই শেষ হয়ে যায়।
আর কল্পনা এমন একটা স্থান যেখানে সবকিছু অনিন্দ্য পুষ্পে পরিণত হয়।
আমার হৃদয়টা যেনো রুক্ষ-শুষ্ক, গাছের বাকলের বিবর্ণ ইচ্ছার মতো।
মানুষ যখন দুঃখে অভ্যস্ত হয়ে যায় তখন সুখ দেখলে স্বাভাবিক ও অস্বস্তি বোধ হয়।
দিনশেষে চার দেওয়াল, ইট -পাথরের মাঝে আমি যে শান্তি না পাই,তা পাই আমি প্রকৃতির মাঝে।
তাই তো ছুটে ছুটে যাই প্রকৃতির টানে । বিলীন হতে চাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের মাঝে।