click on images to know more about the Images
স্বাধীন মোদের ভারতবর্ষে -
কিসের এত রঙ্গ,
কেনই তারা? কিসের জন্য,
নিজেকে করছে ভঙ্গ।
(আমরা )সকলে জানি তামাক পাতা-
ক্যান্সারেরি টান,
তবু কেন তামাক সেবন -
বিসর্জন দিতে প্রাণ।
লক্ষ লক্ষ মানুষ ভারতের,
ধূমপানেতে ব্যস্ত-
বুঝছে নাকি তাঁদের শরীর,
হচ্ছে ক্ষতি গ্রস্ত।
তামাক সেবনে খুস খুসে কাশি -
খাবার খেতে মারছে,
শরীরের কোথাও ঘা -টা -
হলে কিছুতেই না সারছে।
সিগারেট, বিড়ি, হুক্কা,সবি -
তামাক ধোওয়া যুক্ত,
গুটকা,জর্দা, খৈনি, নস্যি -
তামাক ধোওয়া মুক্ত।
আমাদের দেশে প্রতি মিনিটে,
দুজন মানুষ প্রাণ দেয়,
তামাক বড়োই ক্ষতিগ্রস্ত-
মূল্যবান সময় কেড়ে নেয়।
তাইতো বলি বাবা, কাকা, দাদা -
তামাক সেবন ছেড়ে দাও,
নিজের শরীর, পরের জীবন,
সুস্থ রেখে এগিয়ে যাও।