click on images to know more about the Images
সৃষ্টির কাজে মেতেছে সব চোখে স্বপ্ন রঙিন;
ডিম পাড়বে পাখি তাই বাসা বাঁধে সমস্ত দিন।
সারি সারি বসে মুনিস থাকে মাথায় মাথল;
পাটের জমি নিড়ায় রোদে কর্মে হয় অবিচল।
মাঠে মাঠে গাঁয়ের কিষান বইছে গরুর হাল;
তালে তালে চলে গোরু কাঁধে রয় জোয়াল।
সব সাঁওতালি রমনীরা কাজ করে কাঁদায় ;
সারা দিন ধান পুঁতে কভু কর্মে ফাঁকি নাই।
ঝাঁকে ঝাঁকে বসে পাখি পাকা ভাদোয় ধানে;
বাঁশের ফটফটি বাজালে পালায় সব প্রাণপনে।
শিয়ালেরা ঝোঁপে ঝাড়ে উঁকি ঝুঁকি মারে;
হাঁস মুরগ নাগালে পেলে খোপ করে ধরে।
কাঠবিড়ালি গাছে বসে পিয়ারা শুধু খায়;
মানুষের সাড়া পেলে লেজ উঁচিয়ে পালায়।
কাঠে কাঠে ঠক ঠক করে শুধু কাঠঠোকরায়;
পোকা মাকড় পেলে পরে ধরে ধরে খায়।
পুকুরের পাড়ের গর্তে মাছরাঙা করে বাস;
পুকুরেই মাছ খায় করে চাষীর সর্বনাশ।
তালের গাছে বাসা বাঁধে বাবুই পাখিরা;
নিপুণ ঠোঁটের কারিগরি সৃষ্টির সব সেরা।
সব মরা গলা জীবজন্তু পায় যদি ভাগাড়ে;
কাক শকুনে খেয়ে পরিবেশ দূষণ রোধ করে।
রাজ মিস্ত্রিরা দক্ষ হাতে অট্টালিকা গড়ে;
ইটের উপর ইট সাজায় সবার দেহে ঘাম ঝরে।
ভাঁটায় কাটে ইট কর্মঠ দক্ষ পাথুরে;
তারা ফোরমায় কাটে ইট অতি ভোরে ভোরে।
মায়ায় মাথায় ইট শ্রমিকরা চলে ধীরে ধীরে;
ইটের উপর ইট সাজিয়ে খামাল তৈরি করে।
কাঠুরিয়া কাঠ ফাঁড়ে শরীরে ঘামের স্রোত;
আপন মনে কর্ম করে কাজে নেয়না জোত।
ছুঁতোরের হাতে র়্যাদা নিহান বাইশ হাতুড়ি;
হাতের কাজে তারা দেখায় শুধু বাহাদুরি ।
লাইন করে রাখে ধান কর্মঠ মুনিসেরা;
তাদের নিপুণ দক্ষতা কাজেও তারা সেরা।
হাতে পাসলি পিছে হাঁড়ি খেজুর গাছে চড়ে;
গাছে বেঁধে হাঁড়ি মিষ্টি রস সংগ্রহ করে।
ফেরিওয়ালারা হাক ডাক করে পাড়ায় পাড়ায়;
ক্লান্ত হলে তারা বিশ্রাম করে গাছের তলায় ।
জ্বলন্ত আফরে লোহা পুড়িয়ে লাল করে;
কামারেরা হাতুড়ি ঘায়ে নতুন গড়ন গড়ে।
কুম্ভকার চাকা ঘুরিয়ে কাজ করে যতনে;
মাটির হরেক পাত্র গড়ে ধাঁধা লাগে মনে।
কাজেই মাঝেই সকল ধর্ম বুঝলাম নিশ্চয়।
সৎ পথে কর্ম করলে ধর্মের কি দরকার হয়??
==0==