click on images to know more about the Images

বিচার চাই

Author: রবিরাম হালদার

মৌমিতা তুই অভিমানে 

চলে গেলি মা,

বিচার চেয়ে আমরা কিছু 

করতে পারলাম না।

সুপ্রিম কোর্টে বিচার গেল 

ভাবি বিচার পাবো,

দিনের পর দিন তারিখ পড়ে 

এখন কোথায় যাবো ।

বিচার বোধ হয় আর পাব না 

বুকে ভীষণ ব্যথা, 

শাসক কোর্টে উকিল নিয়ে,

নির্দেশে সেই মাথা।

নামিদামি উকিল নিয়ে 

চাইছে চাপা দিতে,

লক্ষ কোটি টাকায় বিচার 

চায় যে কিনে নিতে।

লক্ষ লক্ষ মানুষ কাঁদছে 

চাইছে তারা বিচার,

নারী পুরুষ রাজপথে সব 

লক্ষ্য চাই সুবিচার।

মাঝে মাঝে হতাশ হয়ে 

দুঃখে মুসড়ে পড়ি, 

জুনিয়র ডাক্তার বাবুদের 

দেখে সবাই লড়ি ।

তোর ছবিটা মুখের সামনে 

যখন ভেসে ওঠে, 

মানবিক সব ভালো মানুষ 

বিচার চেয়ে ছোটে।

প্রশাসন আর শাসক বর্গের 

উপরে বিশ্বাস নাই,

সর্বোচ্চ ওই আদালতের 

কাছে বিচার চাই।

স্বাধীন দেশের ডাক্তার হয়ে 

ধর্ষনে মরতে হয়,

বিচারক ও বাংলাবাসীর 

সবার কি লজ্জা নয়।

লজ্জা থেকে বাঁচতে হলে 

আসুন সবাই লড়ি,

তিলোত্তমার বিচার পেতে 

শাসক উচ্ছেদ করি।