click on images to know more about the Images

জীবন

Author: পিংকি বাগচী

মানুষের জীবন হল বহমান নদীর মতো।

 যে নদী নিজেকে এবং তার ঢেউকে সামলে নিতে পেরেছে সময়ের সাথে সাথে সেই নদীর বুকেই সভ্যতা তৈরি হয়েছে। 

 জীবন নামক ম্যারাথন দৌড়ে আবদ্ধ প্রতিটা মানুষ। 

অতীতের বয়ে যাওয়া সময়ের সাথে সাথে মানুষ তার কোটি কোটি ব্যথা বেদনা ক্ষতগ্রস্ত স্মৃতি, জীবন নামক ম্যারাথন দৌড়ে ত্যাগ করে এগিয়ে যায়।

নিজেকে শক্ত করে সকল দুর্লভ পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

 মানুষ কোনো দিন অতীত হয় না, অতীত হয় সময়। 

 অতীতের পতিত সময় মানুষ ও মানুষের স্মৃতিগুলো হয়ে যায় ইতিহাস।

প্রতিটা মানুষ তার জীবন কাহিনী দিয়ে রচনা করে ইতিহাস।

 মানুষের ৬০ বছরের জীবনে ২০ বছর দেখতে দেখতে এবং শিখতে শিখতে কেটে যায়। 

আর বাকি ৪০ টা বছর তোমাকে শেখাবে বাস্তবতা কি? 

শেখাবে জীবনের আসল মানে!

তখন তুমি নিস্তব্ধ বসে ভাববে পিছনে ফেলে আসা সোনালী স্মৃতি ও ৪০ টা বছর তুমি কী করে কাটিয়েছো! 

 মনে পড়বে কত স্বপ্ন নিজেই নিজের হাতে হত্যা করেছো।

কতকিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে তোমাকে। 

সংসারে নুন আনতে পান্তা ফুরাত। 

টাকার অভাবে কত সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছিল।

পারিবারিক, সামাজিক ,অর্থনৈতিক, কত কিছুর অভাব অনটনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছে।

পুরনো সব আঘাত করা স্মৃতির কথা মনে পড়লেই দুটি চোখ জলে ভরে যায়। দারিদ্র,অভাব-অনটন,দুঃখ-কষ্ট মানুষের ব্যঙ্গ ,বিদ্রুপ তাচ্ছিল্য ইত্যাদি থেকেই তুমি শিখবে বাস্তবতা কী?শিখবে জীবনের আসল মানে। 

 এই ছলনাময়ী ,মায়া-ময় বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে কিছু সময়ের জন্য রাজকীয় সুখ ,শান্তি আনন্দ এনে দেবে । 

আবার সবকিছুই এক নিমেষেই কেড়ে নিতে তাঁর কষ্ট হবে না । 

মাটি পুড়তে পুড়তে যেমন ইট তৈরি হয়; অন্যদিকে লোহাকে যেমন আগুনে দিয়ে ধারালো অস্ত্র তৈরি করা হয় ।

ঠিক এমন ভাবে তোমাকে এই ব্রহ্মাণ্ড তৈরি করবে । 

কষ্ট হবে ঠিকই কিন্তু তুমি কিছু করতে পারবে না। 

 বুঝবে সবই কিন্তু বোবা হয়ে সইতে হবে। 

লক্ষ লক্ষ স্বপ্নকে হত্যা করে চোখের জলকে আড়াল করতে ধুলোর দোহাই দিয়ে জলটাকে মুছে ফেলতে হবে।

ভেঙে পড়লে হবে না! সবকিছু মেনে নিয়ে সহ্য ও লড়াই করে তোমাকে হিমালয়ের শীর্ষে পৌঁছাতে হবে।