click on images to know more about the Images
ন বছরের মেয়েটারে
ধর্ষণ করে মারে,
মানুষ এখন পশুর অধম
বলবো বলো কারে।
চতুর্থ শ্রেণীর ছাত্রী সে যে
দোলন নস্কর নাম,
কৃপাখালীর পাশে বাড়ি
গুমুখ বেড়ে গ্রাম।
স্কুলে থেকে ফেরার পথে
নিয়ে গেল ধরে,
লাশ হয়ে ফিরলো বাড়ি
কয়েক ঘন্টা পরে।
মা আর বাবা পাড়া পড়সি
চোখের জলে ভাসে,
পুলিশ পল্টন খানিক পরে
দলে দলে আসে।
একের পর এক ধর্ষণ কাণ্ড
বাংলায় ঘটে যায়,
রাজা রানী সবাই কেমন
ঠুঁটো জগন্নাথ হায়।
নিরো রানী সতের খনি
বুঝলো অনেক পরে,,
পুলিশ পল্টন নির্দেশ দিয়ে
প্রমান লোপাট করে।
রাজ্য জুড়ে আরাজকতা
ধর্ষণ রাহাজানি,
বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ
শুনছি কানাকানি।
আম জনতা বিপদ বুঝে
নেমেছে এক সাথে,
বিচার চেয়ে রাজ পথেতে
লড়ছে দিনে রাতে।