click on images to know more about the Images

বিচার চাই

Author: ড. শম্ভু নাথ দফাদার

বাড়ীর উঠনে ফুলের বাগান

এক গোলাপ কুঁড়ি

সবুজ পাতার মাঝে

নব সাজে।

অনেক স্বপ্ন তার

সুন্দর পৃথিবীর মুখ

দেখবে একটি বার।

সে গোলাপ কুঁড়ি 

আর কেউ নয়

রোগির আপন জন

এক ডাক্তার।

হাসপাতাল আর জি করে

এক রাত্রির আন্ধকারে

পাশবিক অত্যাচারে

জীবন দীপ নিভে অকালে

প্রতিবাদীর কণ্ঠ রোধ

মোম বাতি মিছিল পথ অবরোধ।

রাতের অন্ধকার দিনের 

মতো স্বচ্ছ পরিষ্কাব

বলছে সব

ঠাণ্ডা মাথায় ধর্ষণ খুন

তথ্য লোপাট, বড় মাথার কাজ।

অভাগী মায়ের বুক ফাটে

বোবা কান্নায়।

উঠছে আওয়াজ তাই 

অভয়ার বিচার চাই।