click on images to know more about the Images

উপত্যকার ঢেউ

Author: পঞ্চু ঘরামী।

তখনো ঝড় থামেনি 

তোমার উপত্যকা জুড়ে উগ্ৰ তান্ডবে সাইক্লোন দানা হয়েছে নটরাজ 

জাহাজের মাস্তুলে যৌবন আছড়ে পড়ে কামনায় ঢেউ আঁকড়ে ধরে যৌনতা

 লালসার রসে ভিজে গেছে তোমার উপত্যকার আলি গলি তোমার বক্ষ খাঁজ গিরিখাত !

হায়না দানায় আঁচড়ে ক্ষত বিক্ষত তুমি ডুবে

সমুদ্রফেণায়

ঝড়ো বাতাসে উড়ছে ছাদ নদীর পাড় তোমার বিনুনি 

মুখ থুবড়ে তোমার রান্না ঘর বক্ষমাঝে বৃক্ষরাজি

তোমার বক্ষ বন্ধনী  

পাল ছিঁড়ে পানসি উদ্মাদ উত্তাল সমুদ্রে কূল হীন অকূলে

রাত পেঁচার নিদ্রাহীন চোখ জরিপ করে তোমার শরীর

আপাদমস্তক

তুমি অসহায় চিত হয়ে শুধু আকাশ টা দেখ

নিস্তব্ধ তোমার চোখ,

 

আর এদিকে তোমার উপত্যকার আড়ালে

এক দল সহায় সম্বল হীন শীতের চাদর মুড়িয়ে বিবেক

তোমার ইজ্জত করে ফেরি !

 

আর আমি আমার কলমে তোমার ভাঙা উপত্যকা জুড়ে

অন্ধকার হাতরে হাতরে উপত্যকার ঢেউ এ

তোমার শান্তির ঠিকানা খুঁজি।।