click on images to know more about the Images
সব সৃষ্টির বাঁধন ছিড়ে
দূরে বহু দূরে---মন যেতে চায় চলে ;
যেখানে সবুজের মাঝে
বিকশিত পুষ্পের ঘ্রানে
শুধু তুমি আর আমি।
মেঘাচ্ছন্ন আকাশ---শুভ্র পাহাড়
সূর্যের সোনালী রোদ----সাতরাঙা রামধনু সাজে; রঙিন আলোর নেশায়
পথের ক্লান্তি ভুলে
সাঁঝের প্রদীপ জ্বেলে , এলাম তোমার দ্বারে
শুধু দেখবো বলে একটিবার;
যেখানে অবহেলা নেই;নেই কোন মায়াবী রাত; যেখানে ভালোবাসা শুধু তোমার চোখে; অগোছালো চুলের মাঝে কেবল দুটি হাত সঞ্চারী; শুধু বুকের কাছে টেনে রেখো।
উথাল সাগর জল
সারি সারি ঝাউবন
ঝিরঝিরি বাতাস
নিঝুম রাত
দারুচিনি দ্বীপে
শুধু তুমি আর আমি।
সাগর সঙ্গমে তুমি-আমি মিশে যেতে চাই---
সব বাঁধন ছিড়ে
দূরে-----বহুদূরে সাগর সীমান্তে
সেই শান্তির নীড়ে
মন যেতে চায় চলে.....।