click on images to know more about the Images
হঠাৎ সেদিন ভৃগুর দাদুর
হল দেখা বাজারে
হন্যে হয়ে ঘুরছে দোকান
হাতে নোট হাজারে।
উচ্ছে বেগুন সেঞ্চুরি তে
শশা আশি ছুঁই
দশের আলু দুই কুড়ি তে
ছ্যাঁকা লাগে পুঁই ।
আগুন গিলে রসুন পিঁয়াজ
আদা পটল মূলো
বলতে পারো রতন কুমার
খাবো কি তবে ধুলো?
ডিমের ডজন সত্তর আশি
দুইশো কাটা পোনা
পাঁঠার মাংস আটশো পাড়ে
আকাশ ছোঁয়া ছানা।
ভাতা পেলাম হাজার টাকা
বাজার থলে খালি
অনেক আশায় বাজার এলুম
মুখেই চুন কালি।
আমি বলি নৃপেন দাদু
ওটা ভাতার ফাঁদ
আটকে গেছি তুমি আমি
উন্নয়ন এর চাঁদ ।
এ দিকে দেবে ও দিক নেবে
এমন খেলাই চলবে
ভাতা যে এক জীবন্ত ফাঁদ
মানুষ কি আর বুঝবে !