click on images to know more about the Images

দলিত কথা

Author: ড. শম্ভু নাথ দফাদার

আমি এক দলিত সন্তান

আমার পরিচয় সকলের জানা

 

 দেখতে পাবে লেখা

 সবার নিচে আমার ঠিকানা

 জানিনা জাতের মানে

 বুঝিনা ধর্ম

 শুধু বুঝি কর্ম

 মনে অনেকআশার আলো

 তাইতো বেসেছি দলিত কে ভালো 

 মনে পরে

 সেই কবেকার কথা

 দুর্বলের উপর সবলের অত্যাচার চিরদিনের

 আরো অনেক কথা

 সে এক করুণ ইতিহাস

 দলিত এর সর্বনাশ

 ভগ্ন বুকের মাঝে বৃষ্টি পরে

 দু চোখের এক মুঠো স্বপ্ন বিলীন

 শাসকের বিষাক্ত নিঃশ্বাসে

  জানি

 রুগ্ন নদীর বুকে প্রতিশ্রুতির ঝড়

 কভু তুলিবে না ঢেউ

 যতই বলুক মুখে

 যতই অশ্রু ঝরুক চোখে

 ক্ষণিকের তরেও

 প্রেমিকরা মনে রাখে না কেউ

 আর দেরি নয়

 জাগো দলিত জাগো

 সাম্যের গান গাও

 আসুক তন্ত্র যতই

 কোষ্ঠী পাথরের হবে যাচাই

 শোষণ মুক্ত সমাজ চাই

 সবার কন্ঠে ধ্বনিত হোক তাই

 জাত নয় ধর্ম নয়

 শ্রেণীহীন সমাজ চাই

 দলিতের মুক্তি চাই