click on images to know more about the Images
আমি এক দলিত সন্তান
আমার পরিচয় সকলের জানা
দেখতে পাবে লেখা
সবার নিচে আমার ঠিকানা
জানিনা জাতের মানে
বুঝিনা ধর্ম
শুধু বুঝি কর্ম
মনে অনেকআশার আলো
তাইতো বেসেছি দলিত কে ভালো
মনে পরে
সেই কবেকার কথা
দুর্বলের উপর সবলের অত্যাচার চিরদিনের
আরো অনেক কথা
সে এক করুণ ইতিহাস
দলিত এর সর্বনাশ
ভগ্ন বুকের মাঝে বৃষ্টি পরে
দু চোখের এক মুঠো স্বপ্ন বিলীন
শাসকের বিষাক্ত নিঃশ্বাসে
জানি
রুগ্ন নদীর বুকে প্রতিশ্রুতির ঝড়
কভু তুলিবে না ঢেউ
যতই বলুক মুখে
যতই অশ্রু ঝরুক চোখে
ক্ষণিকের তরেও
প্রেমিকরা মনে রাখে না কেউ
আর দেরি নয়
জাগো দলিত জাগো
সাম্যের গান গাও
আসুক তন্ত্র যতই
কোষ্ঠী পাথরের হবে যাচাই
শোষণ মুক্ত সমাজ চাই
সবার কন্ঠে ধ্বনিত হোক তাই
জাত নয় ধর্ম নয়
শ্রেণীহীন সমাজ চাই
দলিতের মুক্তি চাই