click on images to know more about the Images

ডাস্টবিনের ফুল

Author: ড. শম্ভু নাথ দফাদার

 প্রথম দেখাতেই ভালোলাগা

 দূর থেকে বেসছি তোমাকে ভালো

 যদিও আমি এক বসন্তের ফুল

 তবুও অবহেলিত ,দলিত

 রূপ আছে--- গন্ধ নেই---

 এ ফুলের মালা পরেনা কেউ

 একদিন নিরালা দুপুর

 তুমি জানতে চাইলে, পরিচয় কি?

 লজ্জা পেলাম সেদিন

 সত্যি বলতে কি, বুকের ভিতর উত্তাল সাগরের ঢেউ

 উত্তপ্ত মরুভূমি

 তবুও বললাম, মায়ের কাছে

 শুনেছি যা, বলবে যে কেউ

 তারা বাই ছোট বাবুর রানী

 বাগানের বাইজি বউ

 তাই অন্দরমহলে হয়নি স্থান তাছাড়া অভাগী আমি, পথের কাঁটা কুমারী সন্তান, ডাস্টবিনের ফোটা ফুল; মা ঝোপের মাঝে কুড়িয়ে আনে নিজ গৃহে

 সেই থেকে কন্যা আমি মায়ের বুকে

 মা আমার সুখ দুঃখ মা আমার আশা ভরসা; কথা থামিয়ে বললে, এ পৃথিবীতে এমন ফুল অনেক,

 রাতের অন্ধকারে অরণ্যের গভীরে

 ফোটে; ঝরে যায় রাতে অজান্তে

 খোঁজ রাখে না কেউ

 আমি বললাম, কি নিষ্ঠুর সমাজ!

 তুমি বললে, এসব কথা থাক,

  বাতাসি

 বর্ণ নয়

 গন্ধ নয়

 শুধু তোমাকেই ভালোবাসি ------