click on images to know more about the Images
এক ছিল নারী
ডাকলাম যারে, দূরে কেন
এসো কাছে
ঘোমটা খুলে দেখো কে এসেছে দ্বারে; সৌম্য কান্তি, পদ্ম লোচন, ফনি
ভূষণ, জটাধারী, কমন্ডলু হাতে--
এক পুরুষ ।
আমি কহিলাম, চিনতে পারছো ?
ঘুমটা নাড়ি, সে কহিল ইঙ্গিতে, পতি দেবতা আমার।
তারপর পদযুগল ধৌত করি
আ৺চলে চরণ মুছি
করিলা প্রণাম তারে
অস্ফুট কন্ঠে কহিলা,
এসো স্বামী ঘরে এসো---
এ দৃশ্য এখনো হয়নি ছবি,
মাঝের প্রদীপ জ্বেলে তুলসী তলে করি প্রণাম, করে প্রার্থনা, মঙ্গলময়
করো মঙ্গল!
বাংলার বধূ বুকে তার মধু
এখনো আছে, থাকবে চিরদিন।
তবু রুদ্ধ দ্বারে বসে নারী কেন কাঁদে?
অবলার অবগুন্ঠন মাঝে অশ্রু কেন ঝরে?
ধর্ষণ, খুন, অপহরণ
শব্দ কেন অভিধানে আজও
এ প্রশ্নের জবাব নেইকো
তাইতো বলি, পশ্চিমের দুয়ারটা করি বন্ধ, পূবের দোয়ার টা রাখো খুলি ।