click on images to know more about the Images
অদ্ভুত
বড্ড অদ্ভুত এখানে এখন
শাসানি শোষণ শোক।
সকালে খুন,বিকেলে জেল
জেলমুক্তি রাত্রে
রাতের ভোজ
রক্ত রুটি লবন
একই পাত্রে।
পরের সকালে মঞ্চে
সংলাপ সারাদিন
হোক জয়,জয় হোক
"আমি তোমাদেরই লোক।"
অদ্ভুত
বড্ড অদ্ভুত এখানে এখন
শাসন শোষণ শোক।