click on images to know more about the Images

সাবিত্রীবাই ফুলে

Author: স্বস্তি সরদার ভৌমিক

নারী মুক্তির আলোর দিশারী মাতা সাবিত্রী ফুলে 

অসহায় বিধবা নারির জীবনে দীপ জ্বালিয়েছিলে ।

বালবিধবা নারী সকল পুরুষের লালসায়

 সন্তান সম্ভবা হলে আত্মাহুতি দেয় ।

কিংবা অবোধ শিশুটারে ফেলে আসে নিরালায় ,

জাতিবাদী মনুর সমাজ কলুষতাময়।

সমাজের বুকে ঘটতে থাকা এসব ঘটনায়,

 মাতা সাবিত্রী রুখে দাঁড়ালে স্বামী তাঁর সাথ দেয়।

শিশু হত্যা প্রতিরোধ গৃহ গড়েন জ্যোতিরাও।

জাতি, বর্ণ, ধর্ম ভুলে নারী আশ্রয় দাও।

দুষ্ট সমাজপতিরা যত নিন্দা কুৎসা রটায়,

মাতা সাবিত্রীর চলার পথ ভরিয়ে তোলে কাঁটায়।

অসম্মান ও ভীতি প্রদর্শন মাড়িয়ে দু ' পায়,

ব্রাহ্মণ বালবিধবাও তথায় নিরাপদ ঠাঁই পায়।

আলোর দিশারী মাতা সাবিত্রী অটুট ক্ষমতা বলে,

বিধবাদের পুনর্বিবাহের আন্দোলন গড়ে তোলে।

আন্দোলনই শেষ কথা নয়, একথা বুঝেছিলে,

তাই দাড়িয়ে থেকে নিজে তুমি সে কাজ করেছিলে।

নিজ খরচে রাধার বিয়ে ব্রাহ্মণ বর্জিত দিলে,

তাই দেখে পুরোহিতগণ আদালত গেলে,

দ্বিগুণ উৎসাহে সাবিত্রী উৎসাহিত হন,

পালিত পুত্র যশোবন্তের অসবর্ণ বিবাহ দেন।