click on images to know more about the Images
বহু বছর, বহুযুগ এই শীত
বহু যন্ত্রণা দিয়েছে ঐ যে
পথশিশু, গরীব মানুষ, এমনকি
রাস্তার কুকুরদের।
শীতের তীব্রতায় খোলা রাস্তায়,
কুয়াশার মধ্যে শানের উপর -
দুমড়ে-মুচড়ে-কুঁকড়ে গেছে
প্রতিনিয়ত রাস্তায় পড়ে থাকা
ঐ মানুষগুলা,প্রাণী গুলা।
বিধাতার কাছে এর বিচার চাইতে চাইতে
কত মানুষ তীব্র শীতে ঢলে পড়েছে
মৃত্যুর কোলে।
কত জনের কাছে সাহায্য চেয়েছে...
কেউ কেউ হয়ত করেছে ও,
কিন্তু, সবই লোক দেখানো।
তাই এবার প্রকৃতিই দিলো
শীতের নির্বাসন।
তাও সেই সব ভোগ বিলাসী মানুষের কর্মের দ্বারাই,
যারা লোক দেখানো সাহায্য করে।
উন্নত সভ্যতার দ্বারে আজ বিপন্ন বিশ্ব।
জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতায়
আজ পৌষের মাঝেই হলো
শীতের নির্বাসন।।