click on images to know more about the Images

বাঘে খেয়েছে

Author: রবিরাম হালদার

বাঘে খেয়েছে খোকার বাপের 

আমার কপাল পোড়া,

সরকারী কী সাহায্য পাবো 

শুনি আগাগোড়া।

কেউবা বলছে দুলাখ পাবে

কেউবা বলে হাজার,

ঘরে নেই যে একমুঠো চাল

কেমনে যাই বাজার।

বই আর খাতা কিনতে হবে

কোথায় পাবো টাকা,

ছেলে বলে বই কিনে দাও

পকেট আমার ফাঁকা।

এক কাপড়ে কতদিন আর

চলতে পারি বলো,

সারা জীবন কাঁদতে হবে

কী সর্বনাশ হলো।

কদিন পরে ছেলের নিয়ে

জঙ্গলেতে যাবো,

কাঁকড়া চিংড়ি ধরতে হবে

নইলে কীবা খাবো।

লেখা পড়া বন্ধ করতে

ছেলের চায়না মন,

বাধ্য হয়ে স্কুলে যাওয়া

বন্ধ করে সবেধন।

এখন আমি ছেলের নিয়ে

মাছও কাঁকড়া মারি,

খোকার বাপের নৌকো নিয়ে

জঙ্গলে দিই পাড়ি।

মা বনবিবি বাঁচায় বাঁচাক

কী আর করে খাবো,

সুন্দরবনের দলিত মানুষ 

জানি দুঃখ পাবো!

বর্ণবাদের পৃষ্ঠপোষক 

দেশটা শাসন করে,

সংখ্যালঘু দলিত মানুষ 

তাইতো আজও মরে।