click on images to know more about the Images
ফেলে আসা দিন
স্বপ্ন রঙিন
যদি পেতাম ফিরে সবকিছু ফেলে রেখে ছুটে যেতাম
শুধাতাম তারে,
কেমন আছে বোনের পাখিরা?
আজও কি উঠে কলতান
সোনা ঝরা প্রাতে?
কেমন আছে রবি ঠাকুর
কুয়াশা চাদর গায়ে?
আজও কি সেখানে বসে
পৌষ মেলা?
কেমন আছে কৃষ্ণচূড়া যৌবনের মৌ বনে?
আজও কি বসন্ত আসে?
কোকিলের কুহু কুহু ডাক যায়
শোনা?
বলবে না কিছুই
জানি, বদলাইনি কিছুই;
শুধু আমাদের জীবনে বসন্ত এলোনা।
মনে আছে, শ্রাবণের নির্জন দুপুরে দুজনের দেখা হতো
বড় রাস্তার মোড়ে;
তারপর রেস্টুরেন্ট,
গড়ের মাঠ, ফেরিঘাট
বাদাম, চকলেট ,
কফি হাউস, আজও সব মনে পড়ে।
কত রাত কেটেছে স্বপ্ন দেখে,
কতদিন কেটেছে তোমার মুখ পানে চেয়ে।
তারপর কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যায় নেমেছে,
তুমি বলতে আসুক সন্ধ্যা আঁধার কালো বেশ
আমাদের এই প্রেম হবে না শেষ।