click on images to know more about the Images
আমরা হলাম হদ্দ বোকা বুদ্ধি ভেড়ার সমান
ওদের বুদ্ধি কাক শিয়ালের আছে দেদার প্রমাণ।
শনিকে দেয় ঠাকুর তকমা আমাদের দেয় মোহ
মোহের ঘোরে ঠাকুর ভাবি, ভাবি না- ও গ্রহ।
ঠাকুর কে আর গ্রহ বা কে বুঝতে হবে আগে
সব বোঝা যায় সবার আগে বুদ্ধি যদি জাগে।
গ্রহ ছাড়া আর আছে যা, সপ্তাহের এক বার
তাকে নিয়ে আদিখ্যেতার কী এমন দরকার ?
আমরা তো ভাই মূলনিবাসী বুদ্ধি ভোঁতা মানুষ
খাচ্ছে ওরা পকেট কেটে আমাদের নেই হুঁশ।
ধান্ধাবাজের কলা কৌশল বুদ্ধি দিয়ে বোঝো
গ্রহ-বারের মধ্যে কেনো ঠাকুর দেবতা খোঁজো ?
ওদের উর্বর মগজাস্ত্রে আমরা তো হই জখম
আম-জনতার নিঃস্ব করে করছে ওরা হজম ।
মূলনিবাসী মা-বোনেরা বিবেকটাকে জাগাও
রক্তচোষা এটুলিদের সমাজ থেকে ভাগাও।