click on images to know more about the Images

বাংলার করচা

Author: ড. শম্ভু নাথ দফাদার

কি আর বলবো তোমাকে 

এই শহরের শ্রী বৃদ্ধি 

হুহু করে বাড়ছে বৃদ্ধি। 

অবশ্য চাল, আটা, ময়দা 

চিনি, লবণ , রান্নার গ্যাস 

গায়ে মাখা সাবান, মাথার তেল 

কিংবা ঔষধ ইত্যাদি জিনিস 

যদি বাজারে না পান--

অনলাইনে চলে যান 

হ্যালো, করে বাড়ি যান 

পেয়ে যাবেন--

মানে, দাম একটু বেশি। 

এখানে গণতন্ত্র 

স্বাধীন নির্বাচনে জনতার মুক্তি মন্ত্র---

অবশ্য ভোটের দিনে মস্তানরা মেশিনগান হাতে রাস্তার মোড়ে;

ভোটের জন্য

  প্রাণ কে করিবে দান?

তার চেয়ে তুমি ছাড়া, তোমার ভোট, বাক্সের মধ্যে যান। এভাবেই মন্ত্রীগণ গণ সমর্থন পান।

বাংলায় আইনের শাসন নয় শাসকের আইন; শাসকের হাতে পুলিশ মাথা তুললে করে দেবে পালিশ।

প্রতিবাদ করেছো কি, 

বুঝবে ঠেলা, বাড়িতে হবে হামলা; একলা ফেলে বউ ঝি-কে নেবে তুলে ,

পিঠে খাবে তারা সারা রাত্রি---

থানায় মারের চোটে কাছা উদুম

লুটিবে কাপড় ধুলায়। 

শুধু তাই নয়, গাঁজার কেসে দেবে ভরি, চিরতরে চিরতরে বাপের নাম দেবে ভুলি। 

এমন ধারা প্যাঁচে ভরা কর্তাদের ঝুলি; সেই সঙ্গে সাদা মুখে সাম্যবাদের বুলি।