click on images to know more about the Images

অবিলতার আশ্বাস

Author: হেমন্ত কোনাই

          (১)

বিছানার দাগটা 

আজও ব্যথা দেয়

লাশকাটা ঘরে 

জমাট রক্তের হিম

নিঙড়ানো জীবন আর

অবসন্ন ইতিহাস 

ফিরে আসেনা

মনে আসে

তোমার স্বপ্নের হা-হুতাশ 

           (২)

বুকের বেদনাটা

আজও কষ্ট দেয়

একলা আবেশে 

রুদ্ধশ্বাসের থিম 

জড়ানো শাস্তি আর

দুর্ধর্ষ সংকেত 

রেখে আসেনা

ফিরে আসে 

তোমার বিহ্বলতার একরাশ

           (৩)

প্রেমের ছোঁয়াটা

আজও স্পর্শ দেয় 

স্মৃতির পটে

অব্যক্ত নাটকের মিম

কাঁপানো প্লট আর

রক্তিম প্রচ্ছদ 

মনে আসেনা

রেখে আসে

তোমার আবিলতার আশ্বাস