click on images to know more about the Images

আমার শব্দমালা

Author: জে. বি. চন্ডাল

ভিড়ে ঠাসা গাড়িতে শব্দেরা অনেক জড়সড়।
সংখ্যা অনেক বেশি কিন্তু প্রমাণ পত্র নেই। 
যদি কেউ টের পায়!!!! 
টিকিট চেকার যদি মুখোমুখি আসে আর বলে 
“টিকিট দেখি!!!!”
তাই কেউ মুখের বাইরে নেই 
দুর্গন্ধ তবু ভালো।
শব্দের অপেক্ষারত।
শিয়ালদা নেমে যদি পাওয়া যায় একটু উন্মুক্ত বাতাস।
বাতাসেতে তো নেই কোনো কাটাতার! 
নেই কোনো সংশাপত্রের বালাই! 
পেট থেকে গলা, গলা থেকে মুখ, 
তারপর বাহিরে বাতাস, সুবিশাল আকাশ।
অভিধানে নাই বা হলো লেখা 
তবু জীবন্ত তবু টাটকা।
তবে পথ এখনো বাকি! 
বাদাম আর সিদ্ধ ছোলার লোভ সামলে 
আর কিছুটা সময় জিভের লালা আর কালো হলদে দাতের অসমান সারিতে 
ঘুটঘুটে অন্ধকারে ঘিঞ্জি বস্তির স্যাঁতসেতে মেঝেতে ক্ষুধার্ত কুকুরের মত 
আর কিছুক্ষণ হৃৎপিণ্ডটাকে, ওরা যদি জিভ আর আঙ্গুল গুলোকে, 
আর কিছুক্ষণ যদি প্রেমিকার কথা ভুলে গিয়ে চুপচাপ, চুপচাপ, চুপচাপ... 
তবে হয়ত বা 
হয়ত!!!! 
কিন্তু সীমান্ত পেরিয়ে সীমান্তহীন আমার শব্দমালা 
বনগাঁ লোকালের ঠাসা ভিড়ে গুণতে থাকে 
পাঁজরের হাহুতাশ।  

 

           ২৪-১১-২০১৯  
            হোস্টেল 
তামিলনাডু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়