click on images to know more about the Images
একলব্য ব্যাধের ছেলে,এটাই যে তার অপরাধ,
বুড়ো আঙুল দক্ষিণা চায়, অস্ত্রগুরু সাধে বাদ।
আজকে দেশে বর্ণবাদীর গোপন খেলা অব্যাহত,
গুরুদক্ষিণা দিতে হয় আজও একলব্যের মতো!
রাজস্থানের জালোর জেলা, একটা স্কুল ঘরে,
পিপাসার জল খায় ছাত্র,কলসি স্পর্শ করে।
নিচু জাতের ছেলে কেন কলসিতে হাত দিল!
হীনমনা এক শিক্ষক তার জীবন কেড়ে নিল।
জাতের নামে এ বজ্জাতি চলছে আমার দেশে, দলিতদের পিটিয়ে মারে অবলীলায় হেসে।
বিচার সভায় সংখ্যায় বেশি বর্ণবাদীজন,
অপরাধীর আড়াল করতে ঘৃণ্য আয়োজন।
দ্রোণাচার্য আজও জন্মায় ধর্মের খেলা খেলে,
পাপ পুণ্যের ভয় দেখালে অর্থ ভালো মেলে।
পুজো বাড়ছে স্কুল কমছে বাজারজাত শিক্ষা,
দলিত জনের পিছিয়ে দেবার বর্ণবাদী বীক্ষা।
শিক্ষিতজন ঠাকুর ভজে যুক্তি ধারে না,
বিজ্ঞান পড়া ইঞ্জিনিয়ার বিজ্ঞান মানে না।
জ্যোতিষশাস্ত্র মন্ত্র তন্ত্র শাসক শেখায় আজ,
ডাক্তারবাবু ঈশ্বর ভজে কপালে পড়ে ভাঁজ!
বিজ্ঞান পড়ে কী লাভ হবে কুসংস্কারে ভরা দেশ,
ধর্মাধর্ম যাগ - যজ্ঞে দেশটা যে আজ হচ্ছে শেষ।
বৈচিত্র্যময় ভারত আমার ,দলিত কপাল পোড়া ,
স্বার্থরক্ষায় শাসক,সংবিধান ভাঙে আগাগোড়া।
শত সহস্র একলব্যের আঙুল কাটবে এবার,
বাংলা বাঁচাতে সতর্ক তাই থাকতে হবে সবার।
প্রতিদিন একলব্য জন্ম নেয় আমাদের ঘরে,
ব্রাম্ভণ্যবাদের বিরুদ্ধে শপথে জন্ম গ্রহণ করে।
আমরা কেন দলিত হয়ে নীরব বসে থাকব,
ব্রাহ্মন্যবাদের বিরোধিতায় আবার কবে জাগব!