click on images to know more about the Images

আমি রাম হতে চাই না, রাবণ হতে চাই

Author: বিশ্বনাথ মন্ডল

আমি রাম হতে চাই না,
রাবণ হতে চাই
যে বোনের অপমানের প্রতিশোধ নিতে 
ছুটে যাবে সূর্যাস্তের আগে,
অনল নিঃশ্বাসীরথে
ধর্মের শর্তে যে কখনও
কাপুরুষ হবে না।
আমি রাবণ হতে চাই।
যে রাম স্ত্রীকে খুঁজে পায়
বারো বছরের বিলম্বনায়
স্ত্রীর দেখানো পথেই
সেই রাম আমি কখনও হতে চাই না।
আমি রাবণ হতে চাই
যে পরের স্ত্রীকে সন্মান দেবে
ভোগের তাড়নায় উঠবে না মেতে,
কে সেই রাম?
সকলে যাহায় ভগবান বলে ডাকে
কলঙ্কের দায়ে যে পাঠায় নিজ স্ত্রীকে বনবাসে
গর্ভের সন্তান অন্যের এ সন্দেহে,
সন্তান কতদিনে হয়
সেটাও কী সে জানে?
অথচ
সীতাকে দিতে হয় অগ্নিপরীক্ষা
সতীত্ব প্রমাণে
যে যাই বলুক ভাই 
সেই রাম আমি হতে চাই না
আমি রাবণ হতে চাই।।
যে পেছন থেকে
তীরের আঘাত হেনে মারবে না
'বালীকে'
সম্মুখসমরে যে যুদ্ধে থাকবে রত।।
অথচ
যে রাম রত্নাকর দস্যুকে দেবে মুক্তি
আর শম্বুক মুনিকে করবে হত্যা
বিনা অপরাধে, শূদ্র জ্ঞানে
তোরা যে যাই বলিস ভাই,
আমি সেই রাম হতে চাই না, রাবণ হতে চাই।