click on images to know more about the Images

প্রতিবাদ

Author: কবিতা বল

আজো স্বাধীন ভারতে তুমি পরাধীন বহুজন
ছিনাতে স্বাধীনতা, হুঙ্কারে প্রতিবাদে-
গর্জে ওঠো, যা আছে অস্ত্র তোমার ধর । 
 তুমি মহাতেজা বহুজন।।

অস্পৃশ্য অচ্ছুত তুমি আজও কেন বহুজন?
আত্মহত্যার নামে হত্যালীলা চলে বেড়ে-
থাকবে আর কতকাল নিরুত্তর ।
চির মহাবলী তুমি বহুজন?

সব‍‍‍‍‌‌ হারায়েছ আজ সর্ব হারা তুমি বহুজন। 
নিশুতি রাত্রি কাঁদে ,মরিচ ঝাঁপির বুকে- 
লাথি মেরে ভাঙ্গো ওদের সুপ্তিদুয়ার ।
প্রবল প্রতাপী তুমি বহুজন।।

বন্ধুর ভূমি ভেদি,ছিন্ন মূল তুমি বহুজন।
ফুলে ফলে ডাল ভরে শেকড়ে  রসদ পেয়ে। 
  সমূলে উপড়াবে বলে বর্ণবাদী অস্ত্র সাজে।
হানো প্রত্যাঘাত তুমি বহুজন।।

তোমার পরাজয়ের ইতিহাস জান কি তুমি বহুজন?
তোমারই রক্ত নদীরধারে,অস্থি পাহাড় তলে চাপা-
হও ডুবুরি ,ভাঙো পাষান বেদী ,আনো জিয়নকাঠি
শৌর্য্য বীর্য্য ময় তুমি বহুজন।।