click on images to know more about the Images

নারীর আত্মকথা

Author: কৃষ্ণ ঠাকুর

আমাকে নারী, অবলা, রমনী কত রকম শব্দে ব্যক্ত করেছো।
তোমাদের শাস্ত্রকারেরা আমাকে স্বতন্ত্রতা দেয়নি।
বলেছে 'বালা' স্বল্পবুদ্ধি সম্পূর্ণা।
বাল্যে রেখেছ পিতার অধীনে 
যৌবনে স্বামীর সঙ্গে বেঁধে দিয়েছ,
বার্ধক্যে করেছো সন্তানের অধীন।
কখনো বলেছ কালনাগিনী 
কখনো বিষধর।
 কখনো কন্যা বলে স্নেহে চুম্বন করেছ
বাৎসল্যে 'মা' বলে ডেকেছ।
কখনো পূর্ণিমার রাতে দু- বাহুর বেস্টনে জড়িয়ে ধরে উষ্ণ তাপ নিয়েছ।আর সুমধুর বাক্যে সিক্ত করেছ আমার কিসমিসের মত মনটাকে।
এখন আমাকে নিয়ে দেশান্তরে চলছে বানিজ্য 
আমার অর্ধনগ্ন চিত্র গুলি বাজারি বিজ্ঞান।
উষ্ণ উত্তেজনায় আমাকে ছিঁড়ে ক্ষত করতে চাও।
অবলা শব্দ থেকে বাঁচার জন্য নিজেকে পাল্টে ফেলেছি,
তাই তোমাদের কাছে আমি সংস্কার বিমুখ।
তোমাদের মতে আমাকে পুতুল হয়ে নাচতে হবে যেমন টানবে আমি তেমন চলবো।
সে দিন আর নেই-
গণতান্ত্রিক দেশে সকলের ভোটের মান সমান।
আমি কাঁধ মেলাতে চাই তোমাদের সঙ্গে।
আমি বুঝে নিতে চাই অধিকার।
আমি নারী, শক্তিদাত্রী।
আমি পুরুষের সঙ্গী।