click on images to know more about the Images

দি-ভাই

Author: লিপিকা মন্ডল

দি-ভাই, জানো---
তোমার এই আহ্বানে 
কতটা খুশি হলাম মনে? 
ভাবিনি এমন নিস্তব্ধ নির্জনে
জাগিয়ে বলবে সংগোপনে,
 ওঠো -ওঠো ,বোন ---
কার্য ভার নেবো দুইজন।
নারী বলে কি শুধুই হাতা!
নাড়িবো খুন্তি, ধুইবো কাঁথা? 
ঘরেতে নয় বাইরেও ভাই 
আমারা যেন দু-হাত বাড়াই।
আসুক যতই ঘোর ঝঞ্ঝা 
কাটবে মেঘের আনাগোনা ।
 পাড় ভাঙা ওই তুফানখানা
ভাঙবো তবু মচকাবো না।
উড়বে যখন ধূলিকণা
পোড়াবো সকল আবর্জনা। 
নির্ভয়ারই জীবন পালা
মারবো দিয়ে হৃদয় জ্বালা ।
চারপাশেই অস্ত্র রাখা 
পুতো মেরে ফাটাবো মাথা ।
বটি তোমার হাতের কাছে 
অত্যাচারির শাস্তি দিতে ।
গরম খুন্তির দিলে ছ্যাঁকা 
ভণ্ড খুঁজবে পালাই কোথা ?
লঙ্কা গুঁড়ো থাকলে কাছে 
ঘায়েল হবে এক নিমেষে ।
এর পরেও যে গুণ আছে 
প্রজন্মকে গর্ভে পোষে।
মায়ের কাছেই হাতে খড়ি
এসো না দি-ভাই, মানুষ গড়ি।
কলম ধরে মনের কথা 
লিখে ভরো সাদা পাতা ।
তোমায় আমি দিলাম কথা 
ভাষা জ্ঞানে শূন্য মাথা, 
তবুও যেন না হই বৃথা 
নীল রমণী থেকো হেথা।
ভয় সঙ্কোচ ঝেড়ে ফেলে 
এগিয়ে যাবো স্বপ্ন মেলে ।
পড়বো নাকো ক্ষুদ্র জালে
কাটবো সাঁতার অথৈ জলে ।
কুমির কিংবা হাঙর আসুক 
হাতির শক্তি প্রাণে বাজুক।