click on images to know more about the Images

বর্তমান সমাজ

Author: দীপঙ্কর বিশ্বাস

দিনে সূর্য রাতে চন্দ্র
         দিচ্ছে কত আলো।
তবু কেন আজ মানব জাতির
         ঘোচেনা মনের কালো।
ড্রিংক করে মাতাল হলে
         ধরবেই তাকে পুলিশ।
বৌমার হাতে লাঞ্ছিত শাশুড়ি
         ক'জন শুনছে নালিশ।
অন্ধ বিচার, বদ্ধ জীবন 
        ভাললাগেনা মোটে।
সত্য কথার সন্ধান নাই
         মিথ্যে কেবল জোটে।
বিচার পায়নি বৃদ্ধ পিতা
         গৃহহীন কত মাতা।
এ ঢের বয়সে তাদের জীবনে 
         ধরবে কে আর ছাতা।
বিকল সমাজ, নিষ্ঠুর পৃথিবী
         তোর নেই কোনো তুলাদণ্ড।
পুকুর চুরির নেই শাস্তি
         আজ ভালোমানুষও ভন্ড।