click on images to know more about the Images
দাও মা শক্তি বিদ্যাদায়িনী কথা বলি প্রাণ খুলে
এমন কিছু করোনা যেন; তোমায় আমি যাই ভুলে৷৷
বাকশক্তিহীন জনে তুমি দাওনি মুখে ভাষা
জ্ঞানের আলো জ্বালিয়ে তাদের বাঁধ মনে বাসা৷
মোদের মনের কিছু আশা আজও রয় অতলে৷৷
সবার তরে বিদ্যা-বুদ্ধি দাওনি সমান তুমি
তাই কেহ আজ প্রাণ দিয়ে আঁকড়ে ধরে ভূমি৷
তাদের আপনজন হে তুমি, যেওনা তা ভুলে৷৷
ভক্তি-বিশ্বাস কারো যদি থাকে তোমার তরে
সুশিক্ষা তার অনায়াসে বাসা বাঁধে ঘরে৷
এই অধমকে আপন করে: রেখ চরণতলে৷৷