click on images to know more about the Images
চরণে তোমার শত প্রণাম তুমি হে বীর মহান,
তোমার আশীষে আমরা আজ ধন্য,
না থাকলে তুমি,হয়তো রয়ে যেতাম আমরা নগণ্য।
বাহুতে দিলে তুমি বিপ্লবের বল,
মন মাঝারে জাগালে অদম্য সাহস সম্বল।
দিয়ে মুক্তি মনুস্মৃতির হাত হতে, ফিরিয়ে দিলে
দলিতের সম্মান, দিয়ে এক সংবিধান।
তাইতো আজ আমরা সর্বপরি ভারতের জনগণ।
তুমি হে মহামহিম দিলে পথভ্রষ্টদের শিক্ষা,
দিয়ে তাদের বুদ্ধের দীক্ষা,
করলে তুমি সবার স্বার্থে গণতন্ত্রের প্রতিষ্ঠা।
নিজের দুঃখ যন্ত্রণা ভুলে নিয়ে এলে সবার সুদিন
করলে কত ত্যাগ,রক্ষা করিতে বহুজনের হিত,
করতে প্রতিষ্ঠা Social Justice.
তুমি হে মহা জ্ঞানী ছড়ালে বিশ্ব-ভুবনে সমতার বাণী,
উন্মুক্ত করলে সবার জন্য মহারের ঘাট খানি।
করলে কত সংগ্রাম, ফিরিয়ে দিতে মোদের মর্যাদা আর সম্মান ।
প্রণাম ,প্রণাম,প্রণাম তোমায় হে বাবাসাহেব
রহিয়াছো তুমি মোদের সারা হৃদয় জুড়ে।
দিয়াছো যা তুমি তা মোদের চির স্মরণে রবে।