click on images to know more about the Images
হত্যা করে থামানো যাবে না জ্বলন্ত প্রহর
সূর্য উঠবেই উঠবে --------
ঘুচে যাবে শতাব্দীর অন্ধকার
প্রান্তরে পড়ে থাকবে নগ্ন দাবানল।
আমরা ভীত নই শাসক
ভবিষ্যতের সব সকাল ফোটাবো
যুদ্ধ করে --------
যুদ্ধ যুদ্ধ খেলাটাই আমাদের প্রিয়
এতে সব অধিকার জোটে
আমরা এতেই খুশি
যুদ্ধই আমাদের প্রেম
যুদ্ধই আমাদের পুঁজি ।
লখিমপুর, মনে রেখো -------
তোমার মাটিতে কৃষকের রক্তে
ফুটবে নতুন সকাল
জীবনের উজ্জ্বল আকাশ
আমরা হাঁটা দিলাম ---------
এসো আকাশ, এসো বাতাস
অন্ধকার ঘুচিয়ে নতুন সকাল হবো।