click on images to know more about the Images

স্বাধীনতা

Author: জয়ীতা সরকার


চারিদিকে পড়েছিল স্বাধীনতার হাহাকার
শোনা যাচ্ছিল বেদনা ভরা চিৎকার;
হয়েছিল, না জানি কতই আন্দোলন
প্রাণ হারিয়েছিল কত শত লোকজন।
বিপ্লবীরা অনেক আন্দোলন করেছে তাই
ইংরেজদের ভারতবর্ষে হল না আর ঠাই।

পরাধীনতার প্রায় দু-শো বছর পরে
স্বাধীন হওয়ার জেদ জাগলো ঘরে ঘরে। 
ঘুচে গেল ভারতীয়দের অনেক দুঃখ কষ্ট
ইংরেজদের ভারতরাজের আশা হল নষ্ট।

এল ভারতীয়দের আনন্দের সেই দিন
যে দিন ভারতবর্ষ হল স্বাধীন।
ভারতবর্ষ স্বাধীনতার দীপ জ্বালে
পনেরোই আগস্ট ১৯৪৭ সালে।
         -----------