click on images to know more about the Images
মানবতা মানুষের কাছে যায় না আজ আশা করা,
বন্ধু বলে যায় না আজ কাওকে কাছে ডাকা!
'বিল্লুর' মতো বন্ধু যায় না আর আজ দেখা,
মানবতা মানুষের কাছে যায় না আজ আশা করা।
নেতাদের ভোট দিয়ে করছি তাদের বড়ো মোরা,
তবু তারা মোদের পেটে লাথি মেরে করছে জমা
সুইজ-ব্যাঙ্কে কালো টাকা, করতে করতে করেছে
আজ রাষ্ট্র ভান্ডার ফাঁকা।
মানবতা মানুষের কাছে যায় না আজ আশা করা।
ফাঁকায় পেলে একলা মেয়ে খেলছে আজ ধর্ষণ খেলা,
যে নারী জাতির করতো মানুষ পুজো অর্চনা, সেই নারী
জাতি হয়েছে আজ পুতুল খেলার খেলনা।
মানবতা মানুষের কাছে আশা করা যায় না।
তীর্থ স্থানে বসে আছে সব চোর ডাকাতেরা
ব্রাহ্মণ বেশে বসে পকেট মারতে জানে বেটারা
মানবতা মানুষের কাছে যায় না আজ আশা করা।
মানুষ আজ এতই অন্ধ যে ধর্ম ও জাতির নামে করছে
শুধু দন্দ্ব, মানবতা যেখানে হওয়া উচিত মানুষের ধর্ম
সেখানে হয়েছে আজ হিন্দু মুসলিম… খ্রিস্ট আর জৈন।
মানুষের রক্ত আজ স্বার্থের কথা বলে, কিছু সরকারি
Staff তা point-এ point-এ মেনে চলে।
বুঝিতে পারিনা আমি ভারত বাসীরা কেন স্বার্থ জিনিসটা
চাইনা ত্যাগ করিতে।
মানুষের কাছে আজ মানবতা কি আশা করা যেতে পারে!