click on images to know more about the Images
বাড়িতে আজ কালীপুজো
চলছে মহা ধুমধামে।
চাকরির আগে মানত করে
মা যে আমার নামে।
রাতদিন করে অনেক পড়ে
সুফল পেলাম শেষে।
সব কৃতিত্ব কালীর পায়ে
অর্পণ করলাম হেসে।
ব-কলমের বামুন ঠাকুর
মন্ত্র করে উচ্চারণ।
ভুল বলছে দেখে শুনেও
প্রতিবাদ করা বারণ।
আমার মনে ছোট্ট একটি
প্রশ্ন উঁকি দিচ্ছে।
সব দেবতা সরিয়ে কেন
কালীর পূজো হচ্ছে?
চাকরি পেতে কালী মায়ের
কোথায় আছে অবদান?
মূর্খ বামুন বাড়িতে ডেকে
ভাবছি তাকে মহান।
সারাবছর নানান ভাবে
করছে কালী পূজো।
কোটি কোটি বেকার কেন
সারা দেশে আজও?
কালীপুজোর নামে হচ্ছে
মদ মাতালের মেলা।
লোকচক্ষুর অন্তরালে
হচ্ছে জুয়ার খেলা।
আরো কত অবৈধ যত
কাজকর্ম সব চলছে।
এসব কথা বললে সবে
মহাপন্ডিত বলছে।
শিক্ষাদীক্ষা বিচার বুদ্ধি
লোপ পেয়েছে আজ।
কুসংস্কার আঁকড়ে ধরে
করছি খারাপ কাজ।
বলবনা আর একটি কথাও
মাপ করে দাও ভাই।
আমি শুধু আমার প্রশ্নের
সঠিক উত্তর চাই।