click on images to know more about the Images

গ্রন্থাগার

Author: নির্মলেন্দু বিশ্বাস

 বইয়ের সমাহারে সমৃদ্ধ গ্রন্থাগার

বিপুলা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান ভান্ডার। 

গ্রন্থাগার বরণ করে জ্ঞান পিপাসুকে সাগ্রহে

মূক ভাষা মুখরিত হয় পাঠকের আগ্রহে। 

 

একটি গ্রন্থাগার শতাধিক প্রিয় বন্ধুর সমান

কলহ নহে হৃদয়ের তন্ত্রে বাজে ঐকতান। 

কালস্রোতের ইতিহাস সমুদ্রের নীরব কল্লোল

মানব হৃদয়ের বন্যায় দুকূল প্লাবিত হিল্লোল। 

 

শঙ্খে যেমন মহা সাগরের শব্দ ধ্বনিত হয়

সভ্যতার উত্থান পতনের শব্দ হেথায় রয়। 

গ্রন্থাগার সবুজ বাগান পকেটে নিয়ে চলা

বহু শতকের বহু মানুষের সাথে কথা বলা। 

 

গ্রন্থাগারে বিপুলা পৃথিবীর বিচিত্র সব সঞ্চয়

আত্মশুদ্ধির উপায়,নহে জীবনের অপচয়। 

  চূড়ায় যদি পৌঁছাতে চাও সঙ্গী কর বই

গ্রন্থাগারে আছে মোদের সোনায় মোড়া মই।